রেমিট্যান্সেই রিজার্ভ আগের অবস্থানে ফিরবে: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (বিএসইসি)  চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, রপ্তানির তুলনায় আমদানি বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ কিছুটা কমে গিয়েছে,  রেমিট্যান্স প্রাপ্তির পরই রিজার্ভ পূর্বের অবস্থানে ফিরবে।

রবিবার (২৯ মে) বিএসইসি’র মাল্টিপারপাস হল রুমে ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস’ (বিএএসএম) কর্তৃক আয়োজিত ‘‘বর্তমান বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ’’ শীর্ষক লেকচার সেশনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

কোভিড চলাকালীন সময়ে বাংলাদেশের সকল অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত অল্প সময়ে প্রায় ৮ লক্ষ বাংলাদেশি দেশের বাহিরে কাজ করতে গিয়েছেন। তারা অচিরেই রেমিট্যান্স পাঠানো শুরু করবে—যা বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করবে।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশগুলোকেও কিছু কিছু ভোগপণ্য আমদানী  করতে হয় উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে রপ্তানির ৪-৫ শতাংশ বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়-—যা আন্তর্জাতিক মানে সর্বনিম্ন। এতে ভয়ের কিছু নেই।