শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এটলাস বাংলাদেশের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে এটলাস বাংলাদেশের ক্লোজিং দর ছিল ১১২ টাকা ৮০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২৪ টাকায়। তারমানে আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এটলাস বাংলাদেশ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : আমরা টেকনোলজির ৯.৮৯ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৭৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.৫০ শতাংশ, আসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, এপেক্স ট্যানারীর ৫.৯৮ শতাংশ, এএমসিএল প্রাণের ৫.৭৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৫.৪৭ শতাংশ এবং বিডি ফাইন্যান্সের ৫.২১ শতাংশ দর বেড়েছে।