ব্লকে ৩ কোম্পানির বড় চমক

ব্লকে তিন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এই ২৫টি কোম্পানি আজ ব্লক মার্কেটে মোট ২৭ কোটি ৫৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এর মধ্যে ব্লক মার্কেটে ৩ কোম্পানির শেয়ারের বড় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন হওয়ার পেছনে তিন কোম্পানির চমক। কোম্পানিগুলো হলো : বিডি কম, সোনালী পেপার এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড। এই তিন কোম্পানির আজ ব্লক মার্কেটে মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকার। ব্লক মার্কেটের মোট লেনদেনের ৬১ শতাংশের বেশি।

এই তিন কোম্পানির মধ্যে আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বিডি কমের। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৬৯ লাখ ৫১ হাজার টাকার। লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ২২ লাখ ৪৫ হাজার টাকার। তৃতীয় অবস্থানে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১ লাখ টাকার।