বই মেলা শুরুর প্রস্তাবনায় যা বললেন প্রকাশকরা

দেশ সমাচার ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারি (February) থেকে ১৭ মার্চ পর্যন্ত এবারের অমর একুশে গ্রন্থমেলার সময়কাল নির্ধারণের প্রস্তাব দিয়েছে প্রকাশক নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার বাংলা একাডেমি আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাবনা দেন প্রকাশকরা।

এসময় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিত এবং বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থার সূত্রে এমনটি জানা যায়।

বইমেলার পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে অমর একুশে গ্রন্থমেলা বিষয়ে আয়োজিত বৈঠকে প্রকাশকরা যে প্রস্তবনা দিয়েছেন তা শিগগিরই সরকারের কাছে পাঠানো হবে। সরকারের উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করলেই উল্লেখিত সময়ের মধ্যে এই মেলা করা হবে।