ব্যাংক খোলা থাকলে লেনদেন চলবে শেয়ারবাজারে

ডিএস ৩০

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম  বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে। এ ক্ষেত্রে ব্যাংকের লেনদেনের সময়ের ওপর নির্ভর করে শেয়ারবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হবে।’