ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য নিয়ে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১৩ ফেব্রুয়ারি ৩০ দিন পূর্ণ হয় পবিত্র জমাদিউস সানি মাসের । ১৪ ফেব্রুয়ারি থেকে পবিত্র রজব মাস শুরু হয়, সে হিসাবে ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতেই পবিত্র শবে মেরাজ ।
প্রতি বছরের মতো এবারেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের উল্লেখযোগ্য প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হবে বাদ জোহর।
আরো পড়ুন- গাড়িতে নামাজ পড়বেন যেভাবে