আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসছেন। এই আজ মঙ্গলবার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।
পররাষ্ট্রমন্ত্রী জানান: ২৭ তারিখ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ঐদিন সন্ধ্যায় ঢাকা ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী।
মুজিববর্ষের চলমান কর্মসূচির অংশ হিসাবে এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বাংলাদেশে। সে অনুষ্ঠানকে সামনে রেখে মূলত ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে আসছেন।
আরো পড়ুন- ২৬ মার্চের অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ
দু’দেশের সম্পর্ক আরো জোরদারে নরেন্দ্র মোদির এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।