থাইল্যান্ডে টিকা নিয়ে গেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না

থাইল্যান্ডে

বিদেশীরা থাইল্যান্ডে ভ্রমণের আগে করোনাভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণ করলে সেখানে গিয়ে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

অন্যদিকে এক সংবাদ সম্মেলনে থাই স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান আগামী মাস থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে দেশটির সরকার। খবর রয়টার্সের।

স্বাস্থ্যমন্ত্রী জানান: বিদেশী যারা করোনা টিকা গ্রহণ করবে তারা থাইল্যান্ডে গমনের পর কোনো ধরনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে ভ্রমণের ৩ মাসের মধ্যে এ টিকা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভ্রমণের ৩ দিন আগের করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যারা এখনো টিকা গ্রহণ করেননি, তবে করোনাভাইরাস সার্টিফিকেট রয়েছে, থাইল্যান্ডে এসে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা মহামারির শুরু থেকে থাইল্যান্ডের পর্যটন খাত চরম ক্ষতির মুখে পড়েছে । মহামারি প্রতিরোধে দেশটিতে আসা সকল পর্যটকদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টান বাধ্যতামূলক ছিলো। কিন্তু সেই অবস্থান থেকে সরে আসছে সরকার।

আরও পড়ুনঃ- পর্তুগাল পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে

গত অক্টোবরে থাইল্যান্ড বিদেশীদের জন্য সীমান্ত খুলে দিলেও কোয়ান্টাইনের নিয়মের কারণে বিদেশিদের ভ্রমণ কমে যায়। তবে সে নিয়ম শিথিল করার ঘোষণায় আবার প্রাণ পাবে দেশটির পর্যটন।