শ্রীলংকা ক্রিকেট দল আসছে মে মাসে

শ্রীলংকা ক্রিকেট দল

আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল । ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এ সিরিজ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

বুধবার চট্টগ্রামে এমন খবর জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।  আকরাম খান বলেছেন, মে মাসে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এ সিরিজ। ক্রিকবাজও এ খবর দিয়েছে।

গত বছরের জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। পরে সেই সফর নির্ধারিত হয় অক্টোবর মাসে। কিন্তু শ্রীলংকা ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের জন্য কোয়ারেন্টিন প্রোটোকল কড়াকড়ি করায় তখন বাতিল হয়ে যায় সফরটি।

আকরাম খান জানান, ওয়ানডে সিরিজের পর শ্রীলংকা ক্রিকেট দল এর সফর নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা হবে। তিনি বলেন, স্থগিত টেস্ট সিরিজ খেলতে আমরা এ বছর শ্রীলংকা সফরে যাব বলে আশা করছি। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে দুটি টেস্ট এবং তিনটি করে ওডিআই ও টি-টোয়েন্টি খেলতে এ বছর জুন-জুলাইয়ে বাংলাদেশের পূর্বনির্ধারিত জিম্বাবুয়ে সফর এখনো চূড়ান্ত হয়নি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, জিম্বাবুয়ে সফর এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই আমরা চূড়ান্ত করব। জৈব সুরক্ষাবলয়ে থেকে টানা খেলাটা কঠিন। তাই আমাদের ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছি। এভাবে খেলে যাওয়াটা ওদের প্রচণ্ড চাপে ফেলবে। তাই কোনো সফর চূড়ান্ত করার আগে ওদের বিশ্রামের বিষয় আমাদের মাথায় রাখতে হবে।

আরো পড়ুন- আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাংলাদেশ