গাজীপুরের কালীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন

গাজীপুরের

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পলাশ শাখার অধীনে কালীগঞ্জ বাজার উপশাখা সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল­াহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লুৎফর রহমান, কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদ এবং সমাজসেবক এস. এম. রবিন হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের পলাশ শাখাপ্রধান মোহাম্মদ আবুল কাছেম ভুঁইঞা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোঃ রিয়াজুল করিম ভুঁইয়া। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- ইসলামী ব্যাংক উদ্যোগে শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার