অষ্টম শ্রেণি পাসে আনসার পদে চাকরির সুযোগ

দেশ সমাচার ডেস্ক: মাত্র অষ্টম শ্রেণি (জেএসসি) পাসে সাধারণ আনসার পদে চাকরির সুযোগ পাচ্ছেন আগ্রহীরা। এ নিয়ে গত শনিবার জাতীয় দৈনিক প্রথম আলোতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিস্তারিত নিম্নরূপ-

আবেদনের যোগ্যতা:
* জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
* দূরারোগ্য ব্যাধি না থাকা।

বয়স: ২০২২ সালের ১৫ মে সর্বনিম্ন ১৮ বছর ও ২০২২ সালের ২১ মে সর্বোচ্চ ৩০ বছর।

উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি ৬/৬

বেতন ও সুযোগ-সুবিধা: প্রশিক্ষণ শেষে সমতল এলাকায় মাসিক ১৬ হাজার ২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭ হাজার ৪০০ টাকা ভাতা পাবেন। প্রতি বছর দুটি উৎসব ভাতা ৯ হাজার ৭৫০ টাকা করে দেয়া হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে ২ লাখ টাকা অর্থসহায়তা দেয়া হবে।

আবেদনের পদ্ধতি: ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) অথবা যেকোনো কম্পিউটারের দোকান থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ২১মে ২০২২ ইং পর্যন্ত আবেদন করা যাবে।