ফাইনালে আর্জেন্টিনা

মার্টিনেজ ম্যাজিকে কোপা আমেরিকার সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১(৩)-১(২) গোলের জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অবস্থিত এল মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় ম্যাচটি।

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং কলম্বিয়া। প্রথমার্ধের শুরুতেই মেসির সহায়তায় লাউতারো মার্টিনেজের গোলে শুরুতেই লিড নেয় আর্জেন্টিনা। আর এই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে তারা। তবে দ্বিতীয়ার্থের ৬১ মিনিটে একক প্রচেষ্টায় কলম্বিয়াকে সমতায় ফেরায় লুইস ডিয়াজ।

শুরুর বাঁশি বাজানোর ৭ মিনিটের মাথায় কলম্বিয়ার পেনাল্টি এরিয়ায় মেসির পাস যায় মার্টিনেজের কাছে। বল পেয়ে মার্টিনেজ লক্ষ্যভেদ করতে ভুল করেননি।

মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে এক অনন্য রেকর্ডে নাম লেখান মেসি। এই নিয়ে কোপার চলতি আসরে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে কোনো ফুটবলার ৪টির বেশি অ্যাসিস্ট করেননি।

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেনাল্টি শ্যুট-আউটে হারিয়ে করে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা শেষ আটে ৩-০ গোলে হারায় ইকুয়েডরকে।