অলিম্পিক থেকে রোমান সানার বিদায়

গ্রেট ব্রিটেনের টম হলকে সহজেই ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে শীর্ষ ৩২-এ উঠে গিয়েছিলেন দেশসেরা আর্চার। কিন্তু দ্বিতীয় রাউন্ডে আর পারলেন না রোমান সানা। প্রথম সেট জিতে ভালো শুরুর পর শেষ পর্যন্ত ৪-৬ সেট পয়েন্টে হেরে গেছেন কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে।

অলিম্পিকের মতো আসরে একটি রাউন্ড যেতা মানেই বিশাল কিছু, তাকে ঘিরে যে প্রত্যাশা ছিল, তা তিনি পূরণ করেছেন প্রথম রাউন্ড জিতে।। প্রি কোয়ার্টারে উঠতে পারলেই সেটা কেবল রোমান সানার ক্যারিয়ারেই মাইলফলক হতো না, দেশের নামটাও তুলে নিতে পারতেন আরও ওপরে।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ‘ অলিম্পিকে বাংলাদেশের একজন আরচার কোয়ালিফাই করে অংশ নিয়েছেন এবং প্রথম রাউন্ডে ব্রিটেনের আরচারকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন এটা অনেক বড় বিষয়। রোমান হয়তো এই অলিম্পিকে এখানেই থামলেন। কিন্তু লাল-সবুজ জার্সিতে তিনি আরও পথ চলবেন সেটা তার প্রতিভাই জানান দিচ্ছে।

রোমানের বিদায়ের পর এখন সবার চোখ দিয়া সিদ্দিকীর দিকে। আগামী বৃহস্পতিবার তিনি এলিমিনেশন রাউন্ডে খেলবেন বেলারুশের প্রতিপক্ষের সঙ্গে।