রাজশাহীতে আরও ৮ মৃত্যু, লকডাউন শুরু নাটোরে

গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৫ জনের বাড়ি রাজশাহীতে আর ৩ জন চাঁপাইনবাবগঞ্জের।

হাসপাতালটিতে ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন। রাজশাহী নগরীর কয়েকটি স্থানে আজও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে।

এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভায় সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। ওষুধ ও নিত্যপণ্যের দোকান বাদে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুলিশের তৎপরতা থাকায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম।

উত্তরের আরেক জেলা নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় আজ শেষ হচ্ছে বিশেষ লকডাউন। লকডাউনের মধ্যেও নানা অজুহাতে বের হচ্ছে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার মানুষ। এছাড়া, গোপালগঞ্জ, নোয়াখালীর কয়েকটি গ্রামেও বিধিনিষেধ কঠোর করা হয়েছে।