পর্যটকদের জন্য খুলছে স্পেনের দরজা

স্পেনের

পর্যটকদের জন্য স্পেনের সীমান্ত খুলে দেয়া হচ্ছে। দেশটি সরকার জানিয়েছে, আগামী জুন মাস থেকেই পর্যটকরা স্পেনে যেতে পারবেন। এর আগে পর্যটকদের জন্য স্পেনকে প্রস্তুত করতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন এই গ্রীষ্মের ছুটির জন্য একটি ডিজিটাল পাস তৈরির চেষ্টা করছে। এতে জানা যাবে, কোনো ব্যাক্তি কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন কিনা কিংবা তার করোনা হয়েছিল কিনা এসব তথ্য।

এরইমধ্যে অনেকগুলো দেশ এই ডিজিটাল পাস ও কিছু দেশ কাগজের পাস চালু করেছে। স্পেন জানিয়েছে, এই পাসের ভিত্তিতেই জুন মাস থেকে পর্যটকরা স্পেনে প্রবেশ করতে পারবে। তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের রাষ্ট্রগুলো এই সুযোগ পাবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

বৃটিশদের কাছে ছুটির দিন কাটানোর জন্য স্পেন অত্যন্ত জনপ্রিয়।

তবে তারা এবার স্পেনে আসতে পারবেন কিনা তা জানতে আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগামী ১৭ মে বৃটেনে কোভিড বিধিনিষেধ শিথিল হতে পারে। তখন হয়ত বৃটিশ নাগরিকদের দেশের বাইরে সফরের অনুমতি মিলতে পারে। দেশে ফেরার পর কোয়ারেন্টিন মানতে হবে এমন শর্তের ভিত্তিতেও বিদেশ সফরের সুযোগ দিতে পারে বৃটেন।

আরো পড়ুন- বাংলাদেশীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে যে ৪১ দেশ