নোবিপ্রবিতে নিয়োগে নিষেধাজ্ঞা: ক্লাস- পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার

নিয়োগে

এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি থেকেঃ- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর সব ধরনের নিয়োগে শিক্ষা মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে ক্লাস- পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি । তবে আজ ১৫ ডিসেম্বর ক্লাস- পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

আজ (১৫ ডিসেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মজনুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে অতি দ্রুত নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। সেই প্রেক্ষিতে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে শিক্ষক সমিতি ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, নোবিপ্রবির সব ধরনের নিয়োগে ২০১৯ সালের এপ্রিল মাসে নিষেধাজ্ঞা আরোপ করে শিক্ষামন্ত্রনালয়।সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গত ১ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

আরও পড়ুন- নাসার বিজ্ঞানী হলেন শাবি শিক্ষার্থী