দেশের কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, বাড়তে পারে তাপমাত্রা

তাপদহ

আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। সারাদেশের কোথাও কোথাও আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দেশের দিনের তাপমাত্রা।

আজ দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মো. আফতাব উদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, বর্ষাকাল বিদায় নেওয়ার পর থেকেই বৃষ্টিপাত কমে গেছে।

এই সময় মূলত আবহাওয়া শুষ্ক থাকে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। তবে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

অপরদিকে আগামী তিনদিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময় দিনের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের খেপুপাড়ায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হতে দেখা গেছে।

আরো পড়ুন : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেলসহ ৭ দফা দাবি

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।