দাঁত ব্যথা হলে কি করবেন ?

দাঁত ব্যথা একেবারেই সহ্য করা যায়না। চুলুন জেনে নেই দাঁত ব্যথা হলে কিভাবে অল্পসময়ে কমাবেন ব্যাথা। একগ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মেশান। কিছুক্ষণ পর পর কুলি করতে থাকুন। এতে দাঁতের ব্যথা বা প্রদাহ অনেকটাই কমে যাবে।

এছাড়া গোলমরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে ব্যথাযুক্ত দাঁতের ওপর রেখে দিন, উপকার পাবেন। এতে আছে ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী উপাদান।

পাশাপাশি রসুনের কোয়া থেঁতলে তাতে সামান্য লবণ মিশিয়ে আক্রান্ত দাঁতে মিশ্রণটি লাগানো যেতে পারে। এতে করে ব্যথা কমবে। সম্ভব হলে রসুনের কোয়া চিবোতেও পারেন।