টিকা তৈরির পাশাপাশি বৈশ্বিক চাহিদাও মেটাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

টিকা তৈরি

কোভিড ১৯ টিকাকে ‘জনসম্পদ’ ঘোষণা দিয়ে তা বাংলাদেশে উৎপাদনে বিশ্বনেতাদের কাছে সুযোগ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা দিয়ে এসেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, উৎপাদনের পাশাপাশি বিশ্ব চাহিদাও মেটাতে কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশ।

একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার সংসদকে তিনি এ কথা জানান।

করোনা সংকট মোকাবিলায় দেশের যে সাফল্য, তার আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা বলে এসেছি, আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাচ্ছি। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলো আছে, সেগুলো আপনাদের সরিয়ে দিতে হবে। এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য, জনগণের সম্পদ হিসেবে দিতে হবে।’

বিশ্বের সকলের জন্য করোনা প্রতিরোধী টিকা নিশ্চিতের দাবি তুলে সংসদ নেতা বলেন, ‘সারা বিশ্বের কোনো মানুষ যেন এই ভ্যাকসিন থেকে দূরে না থাকে। আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বকে দিতেও পারব। সেই সক্ষমতা আছে। আমরা জমিও নিয়ে রেখেছি।’