২০ টি শাখায় ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক

ইসলামিক ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ২০ টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে। বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ২০ টি শাখায়  ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর এসব ইসলামিক ব্যাংকিং সেবার নতুন শাখাগুলো হলো- ১. খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম; ২. নওগাঁ শাখা; ৩. জয়পাড়া শাখা, ঢাকা; ৪. দারুস সালাম রোড শাখা, ঢাকা; ৫. নওয়াবপুর রোড শাখা, ঢাকা; ৬. আগানগর শাখা, ঢাকা; ৭. আব্দুল্লাপুর শাখা, কেরানীগঞ্জ; ৮. চট্টগ্রাম ইপিজেড শাখা; ৯. চাঁদপুর শাখা; ১০. আশুগঞ্জ শাখা; ১১. সেনবাগ শাখা, নোয়াখালী; ১২. সমির মুন্সিরহাট শাখা, নোয়াখালী; ১৩. চাঁপাইনবাবগঞ্জ শাখা; ১৪. পাবনা শাখা; ১৫. সাতক্ষীরা শাখা; ১৬. ভোলা শাখা; ১৭. পটুয়াখালী শাখা; ১৮. ভেলানগর শাখা, নরসিংদী; ১৯. বারৈয়ারহাট শাখা, চট্টগ্রাম ও ২০. কালাইয়া শাখা, পটুয়াখালী ।

এ নিয়ে দেশব্যাপী ৪৫ টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ব্যাংকের ডিএমডিবৃন্দ জি. ডব্লিউ. এম. মোর্তজা, মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ ও হাসনে আলম এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো: মিজানুর রহমান সরকার, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংক ইসলামী ব্যাংকিং গ্রাহকদের বিশেষ চাহিদা পূরণ করে সব ধরণের সেবা নিশ্চিত করবে।

আরো পড়ুন- মানি লন্ডারিং প্রতিরোধে মার্কেন্টাইল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ