সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদের চাহিদা পূরনে অললাইন নিউজ পোর্টাল দেশ সমাচারে কাজ করতে অাগ্রহীদের কাছে থেকে দরখাস্তের অাহবান করা হচ্ছে।অামাদের লক্ষ্য অপসাংবাদিকতা রোধ করে গুজব, অপপ্রচার থেকে সমাজকে দূরে রাখা এবং গণমানুষের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পৌছে দেয়া।
২৪ ঘণ্টা বাংলাদেশ ও বর্হিবিশ্বের চলমান ঘটনাবলি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, আবহাওয়া, বিনোদনসহ দিনের নির্বাচিত গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ প্রকাশ করে থাকে দেশ সমাচার । এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদও গুরুত্ব সহকারে প্রকাশ করে থাকে এ নিউজ পোর্টাল।
অার তাই আপনার জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় এবং কলেজ কাম্পাসের বিভিন্ন খবরাখবর আমাদের হয়ে দেশের জনগনের নিকট পৌছানোর লক্ষ্যে ও বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে দেশ সমাচারের হয়ে কাজ করার জন্য সংবাদদাতা নেয়ার উদ্যোগ নিয়েছে দেশ সমাচার কতৃপক্ষ।
এক্ষেত্রে অাপনার যেসব
যোগ্যতা থাকা প্রয়োজন:
১. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা থাকতে হবে।
২. লেখালেখি যোগ্যতার পাশাপাশি ভাষাগত দক্ষতা থাকতে হবে।
৩. সৎ, সাহসী, পরিশ্রমী ও কর্তব্যপরায়ন হতে হবে।
৪. শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ। তবে লেখালেখির বিশেষ যোগ্যতা থাকা সাপেক্ষে HSC পাশ হলেও চলবে।
৫. ক্যাম্পাস প্রতিনিধি হওয়ার জন্য আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলমান শিক্ষার্থী হতে হবে।
বেতনঃ আলোচনা সাপেক্ষে।
আপনার জন্য রয়েছে:
প্রেস কার্ড , মাসিক সেরা কর্মী পুরষ্কার, দেশ সমাচারের টিশার্ট, প্যাড, কলম, উৎসব ভাতা।
প্রতিষ্ঠানের বার্ষিক ও বিভিন্ন সময়ে অনুষ্ঠিতব্য প্রোগ্রাম গুলোতে অংশগ্রহনের সুযোগ পাবেন এছাড়া বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে আমাদের হয়ে অংশগ্রহনের সুযোগ।
আপনার কার্যক্রম পর্যবেক্ষণ সাপেক্ষে, আপনাকে দেশ সমাচারের একজন দীর্ঘমেয়াদী প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হবে।
আগ্রহীদের অাবেদন পত্র, ছবিসহ জীবন বৃত্তান্ত ও নাগরিকত্ব সনদ পত্রের স্ক্যানকপি আগামী ৩০ মে, ২০১৯ ইং এর মধ্যে পাঠাতে হবে নিম্ন ঠিকানায়ঃ
প্রধান সম্পাদক
দেশ সমাচার, সি-২, স্কাই ভিউ হেরিটেজ, ৯৯ শান্তি নগর, ঢাকা-১২১৭, ফোন: ০১৭২০২১০৬৫৭
অথবা ই-মেইল করুন
desh.shamachar@gmail.com
(ফেসবুক ম্যাসেঞ্জারেও পাঠাতে পারেন)