সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ আগস্ট, ২০২৪) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ পয়সা বা ৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৭ পয়সা বা ৮ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৭২ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হসপিটাল, আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, বিকন ফার্মাসিটিক্যাল লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।