সাধারন ছাত্র-জনতার অর্জন আজকের এ বিজয়। কোনো সুবিধাভোগী গোষ্ঠী যেন এই সুযোগে অন্যের জান-মালের ক্ষতি করতে না পারে সেদিকে সবার দৃষ্টি দিতে হবে।
আগামীকাল থেকে কোনো অবৈধ লেনদেন কেউ করবেন না। বিশেষ করে ঘুষ। একটি সাম্যের বাংলাদেশ চাই। বৈধ পথে সকল প্রবাসিরা রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন। রাজনীতি হবে মেধাভিত্তিক। সন্ত্রাসনির্ভর রাজনীতি এদেশ থেকে মুছে দিতে হবে। দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি পরিহার করতে হবে। আজকের এ বিজয় কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের অর্জন নয়। নিরস্ত্র সাধারণ ছাত্রদের জীবনের বিনিময়ে অর্জন।
গনতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতির বিকল্প নাই। তবে তা হতে হবে পরিশুদ্ধ ও উন্নয়নের। বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আয় বৈষম্য কমাতে হবে। সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। দুর্নীতি শুন্যের কোটায় নামিয়ে আনতে হবে।
পুলিশ বাহিনীর পূর্ণ সংস্করণ করতে হবে। পেশাদার বাহিনী গঠন করতে হবে। তরুনদের শ্রম ও মেধা এবং প্রবীনদের পরামর্শের সংমিশ্রনে আসুন সবাইকে নিয়ে বৈষম্যেহীন বাংলাদেশ গড়ি।
লিখেছেন : অলি কামাল এফসিএস, ব্যাংকার ও লেখক।