প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত অনুষ্ঠান সঠিকভাবে পরিচালনা করার পাশাপাশি সুন্দর ও রুচিশীল অনুষ্ঠান উপহার দেওয়া ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ। বর্তমানে কর্মক্ষেত্রে ব্যস্ততা বেড়ে যাওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। প্রাতিষ্ঠানিক আয়োজনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত উৎসবের আয়োজনও। অনেক প্রতিষ্ঠান এখন সব ধরনের আয়োজনে সাহায্য নিচ্ছে এ ধরনের ফার্মের।
রাজধানীতে যে কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে তাদের মধ্যে ব্লিস মিস্ট্রি বাই শাইরিন বেশ পরিচিতি লাভ করেছে । গায়ে হলুদ, বৌভাত, বিয়েবার্ষিকী, জন্মদিন, কনসার্ট, ডিজে পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম, করপোরেট অনুষ্ঠান, মেলা, প্রদর্শনী, ফ্যাশন শো, সমাবর্তন, পিকনিক, অফিসিয়াল মিটিংসহ ছোট-বড় সব ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে ব্লিস মিস্ট্রি বাই শাইরিন নামের এই ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শাইরিন চৌধুরী তার একক প্রচেষ্টায় গড়ে তুলেছেন ব্লিস মিস্ট্রি বাই শাইরিন নামের এই ইভেন্ট ম্যানেজমেন্টে ফার্মটি। ছোট পরিসরে শুরু হওয়া প্রতিষ্ঠানটি এখন নগরবাসীর আস্থার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে।
দেশে সমাচারের সাথে আলাপকালে শাইরিন চৌধুরী জানান, এক ছাতার নিচে সবকিছুই পাবেন গ্রাহকরা।কাজের মান নিয়ে আমাদের কম্প্রোমাইজ নেই। ব্যবসায় গ্রাহক ধরে রাখা ও সন্তুষ্ট রাখার ভালো উপায় উন্নত মান। সেবার ওপর নির্ভর করে ভবিষ্যতে প্রতিষ্ঠান থেকে আবার সেবা গ্রহণ করবে-নাকি করবে না, সেই মান ধরে রাখাই আমাদের সংকল্প। সুতরাং কাজের মান ঠিক রাখার উপর সবসময় আমরা গুরুত্ব দিয়ে থাকি। মান ভালো হলে আমাদের পরিধি আরো বাড়বে বলেই বিশ্বাস করি।
এরইমধ্যে দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ম্যানেজমেন্টে এর কাজ সফলভাবে শেষ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নগরীর অভিজাত শহস্রাধিক বিয়ে জন্মদিনসহ নানান ইভেন্টও করেছে ফার্মটি। পেশাদার কাজের জন্য ব্লিস মিস্ট্রি বাই শাইরিন নামের এই ইভেন্ট ম্যানেজমেন্টে ফার্মটি বেশ কয়েকটি সফলতার স্কীকৃতি পেয়েছে।
যে কেউ ইভেন্ট ম্যানেজমেন্টে এর প্রয়োজনে তাদের ওয়েবসাইট সামাজিক যোগাযোগ মাধ্যম ও কল সেন্টারে যোগাযোগ করে খুব সহজেই সেবা নিতে পারেন। ব্লিস মিস্ট্রি বাই শাইরিন এর সাথে যোগাযোগ করতে পারেন 880 1672-296507 এই নম্বরে।