বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও বাড়ল লেনদেন

সূচকের বড় উত্থানে লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কমেছে বাজার মূলধন। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৩২৫ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯৯ হাজার ৫৬১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৭৬৪ কোটি টাকা বা দশমিক ৯৬ শতাংশ।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৮৫২ কোটি ৮ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৪ কোটি ৯০ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১২ কোটি ৮১ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২১৭ পয়েন্টে এবং ১ হাজার ৯৭৪ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭ টির , দর কমেছে ৩২৭ টির এবং ১০টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।