বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দরপতনের শীর্ষে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১.৭০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৫৭ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৭.১০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ১৮ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮.৮০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মুন্নু ফেব্রিকসের ১৭.১৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৬.৬০ শতাংশ, তুং হাই নিটিংয়ের ১৫.৫১ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ১৫.২৮ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৫.২৫ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৪.৮৬ শতাংশ এবং জিবিবি পাওয়ার লিমিটেডের ১৪.৬৮ শতাংশ শেয়ারদর কমেছে।