চিনির গুদামে আগুনের ঘটনায় বাজারে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, চট্টগ্রামে চিনির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারে কোনো প্রভাব পড়বে না। কারণ, মোট চাহিদার সামান্য পরিমাণ চিনি আগুনে নষ্ট হয়েছে। তবে, এই ঘটনাকে সুযোগ হিসেবে নিতে পারে কেউ কেউ। কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়িয়ে দিলে মিল পর্যায়ে সরকার ব্যবস্থা নেবে।

বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতা কমিশন আইন নিয়ে এক কর্মর্শালায় তিনি এমন মন্তব্য করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। খেজুরের দামও সমন্বয় করা হবে। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। কারসাজিকারীদের দৌরাত্ম বন্ধে প্রতিযোগিতা আইনের কঠোর বাস্তবায়ন জরুরি।

আহসানুল ইসলাম টিটু জানান, রোজার বাজার সহণীয় করতে নানামুখী উদ্যোগ হাতে নেয়া হয়েছে। গোষ্ঠীগত বা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো যাবে না। সরকারের বিভিন্ন দফতর বাজার তদারকি চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্যত্যয় হলে আইনের প্রয়োগ করবে সরকার।