শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে ইতিবাচক ব্যাংক নির্বাহীরা

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা। আজ (৪ জানুয়ারি) ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর নেতৃবৃন্দ এ মনোভাব প্রকাশ করেছেন।

বৈঠকে শেয়ারবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম। এ সময়ে তিনি পুঁজিবাজারের উন্নয়নে এনবিআরকে পাশে থাকার অনুরোধ করেন।

বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সানবিডিকে বলেন, আগামী দিনের একটি ভালো পুঁজিবাজার গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের বড় সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে কর সংক্রান্ত অনেক বিষয় আছে।

তিনি বলেন, শেয়ারবাজারের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কী সুবিধা দিলে শেয়ারবাজারে আরও ভালো কোম্পানি আসবে সেই বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। একটি গতিশীল শেয়ারবাজার গঠনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড সব ধরণের আশ্বাস দিয়েছে।