২০২৩ সাল স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ

স্বর্ণের বার

স্বর্ণের বৈশ্বিক বাজার ব্যাপক মূল্যবৃদ্ধির মধ্যে দিয়ে ২০২৩ সাল শেষ করতে যাচ্ছে। এ বছর মহামূল্যবান ধাতুটির গড় দাম তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২০ সালের পর এবারই প্রথম স্বর্ণের বাজারদর আউন্সপ্রতি ২ হাজার ডলার ছাড়িয়েছে। গত বছরের তুলনায় দাম বেড়েছে প্রায় ১৩ শতাংশ। খবর রয়টার্স।

চলতি বছরের শেষ দিনে স্পট মার্কেটে সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৬৪ ডলার ৩৪ সেন্ট। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান এ ধাতুর মূল্য দাঁড়িয়েছিল আউন্সপ্রতি ২ হাজার ৭১ ডলার ৮০ সেন্টে।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে স্বর্ণের দাম ১৩ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি এ বছরের সর্বনিম্ন দাম ছিল ১ হাজার ৮০০ ডলার ও সর্বোচ্চ ২ হাজার ১৩৫ ডলার ৪০ সেন্ট, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড।

আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ম্যারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘জাহাজ ক্রমে শান্ত জলের দিকে যাচ্ছে, মানে নিম্ন সুদহারের পরিবেশ তৈরি হচ্ছে। এর অর্থ হচ্ছে ডলারের দরপতন। তাই স্বর্ণের দাম আরো বাড়তে পারে।’ স্বর্ণে বিনিয়োগকারীদের প্রত্যাশা, নতুন বছর ধাতুটির দাম রেকর্ড উচ্চতায় বাড়বে। ২০২৩ সালে ফেড সুদহার কমানোর সম্ভাবনা, অব্যাহত ভূরাজনৈতিক শঙ্কা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় প্রবণতা ধাতুটির মূল্য বাড়াতে সহায়ক হবে।