ক্ষমা চাইলেন তানজিন তিশা

অবশেষে বিনোদন সাংবাদিকদের সাথে সমাঝোতা করতে ডিবি কার্যালয়ে গিয়ে নিজের আচারণের জন্য দুঃখপ্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানকে সঙ্গে নিয়ে ডিবি কার্যালয়ে উপস্থিত হন তিনি। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিশা।

অভিনেত্রী বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজকের তানজিন তিশা। আমি কয়েকদিন আগে হাসপাতালে অসুস্থ ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, কয়েকটি নিউজ পোর্টাল আমার আত্মহত্যা চেষ্টা শিরোনামের নিউজ করেছে।

এমন সময় সাংবাদিক তামিম (যার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় নেই) সে আমাকে একটা টেক্সট করে, যেটা ওই সময়ের জন্য আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি ভাবতেই পারিনি, এই সময়ে কেউ আমাকে এমন একটি টেক্সট করবে বা একজন নারীকে কেউ এমন প্রশ্ন করতে পারে। আমি সহ্য করতে না পেরে তাকে জানাই, টেক্সেটের বিষয়ে নিউজ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’