৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেয়েছে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এটি হবে ব্যাংকটির ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

সূত্র অনুসারে, ৪০০ কোটি টাকার এই সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ ৭ বছর। এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার এডিশনাল টায়ার -ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।