মানুুষের আস্থায় এগিয়ে যাচ্ছে সেনা কল্যাণ ইন্সুরেন্স

দেশের মানুষের আস্থায় এগিয়ে যাচ্ছে সেনা কল্যাণ ইন্সুরেন্স- এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম পিএসসি (অবসরপ্রাপ্ত)। তিনি বলেছেন, মন্দা অবস্থাতেও ভালো অবস্থানে আছে সেনা কল্যাণ ইন্সুরেন্স।

বিজনেস নিউজ পোর্টাল দেশে সমাচারের কর্পোরেট কর্ণার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিবছর প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দেশের বীমা খাত নিয়ে খুবই আশাবাদী সাবেক এই সেনা কর্মকর্তা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানের উপর আস্থার সংকট আছে তবে সব প্রতিষ্ঠানের উপর নয়। জিডিপিতে বীমার অবদান অনেক কম উল্লেখ করে তিনি বলেন, মাত্র ৮ শতাংশ মানুষ বীমার আওতায় আছে।

বীমা নিয়ে আরো নতুন নতুন পরিকল্পনা করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বীমায় সার্বজনীন প্রকল্প না আনতে পারলে বীমার পরিধি বাড়বে না। বীমায় বিভিন্ন ধরনের পোডাক্ট আনতে হবে বলে উল্লেখ করেন তিনি।