বাংলাদেশের কৃষিতে আফ্রিকানদের বিনিয়োগের আহবান ড. আনসারীর

দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গে বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ অংশ নিয়ে এসিআই এগ্রিবিজনেস এর প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী বলেছেন, বাংলাদেশের কৃষি সেক্টর বিদেশীদের জন্য বিনিয়োগের সর্বোত্তম জায়গা। এসময় তিনি ব্রিকস সদস্যভূক্ত দেশগুলোকে বাংলাদেশের কৃষিতে বিনিয়োগের আহবান জানান।

জোহানেসবার্গে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. এফ এইচ আনসারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে এই ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বৃহত্তম শহর জোহানেসবার্গের ও আর টাম্বোর রেডিসন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই বিনিয়োগ সামিটে ড. আনসারি বাংলাদেশের কৃষিতে বিনিয়োগের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন। গবেষণা থেকে শুরু করে কৃষির সম্পুর্ণ ভ্যালু চেইনে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন ড. এফ এইচ আনসারী। এসময় বীজ সেক্টরে বিনিয়োগের সম্ভাবনা, পোষ্ট হারভেষ্ট, এগ্রি প্রসেসিং খাত সহ কৃষির নানান খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বিনিয়োগে আফ্রিকানদের আহবান জানান তিনি।

বিজনেস সামিটে ড. আনসারীর দেয়া বক্তব্য দেখতে এখানে লিংকে ক্লিক করুন