বৈশ্বিক উষ্ণায়নে কৃষিতে নতুন নতুন জাতের উদ্ভাবন প্রয়োজন : ড. আনসারী

ড. এফ এইচ আনসারী

আনিসুর রহমান : বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রায় প্রতি বছরই দীর্ঘায়িত খরা, দাবদাহ ও অনাবৃষ্টির মোকাবেলা করতে হচ্ছে। তাপমাত্রা, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামীতে কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর একটি হতে যাচ্ছে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশের অন্যতম কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব এসিআই এগ্রিবিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নুতন নতুন জাতের উদ্ভাবন প্রয়োজন। বলেন, কৃষির সব বিভাগে নতুন নতুন জাত উদ্ভাবন করতে পারলে দ্রুতই টেকসই উৎপাদন অব্যাহত থাকবে।

পোস্ট হারভেস্ট ক্যাপাসিটি বাড়ানোর জন্য বাজেটে তেমন কিছু বলা হয়নি বলে উল্লেখ করেন তিনি। এছাড়া কৃষিতে সরকারি পর্যায়ে গবেষণা খাতে বরাদ্দ থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন ড. আনসারী। কৃষি গবেষণায় বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি সহায়তা থাকলে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষির সংকটের সমাধানে নুতন নতুন জাতের উদ্ভাবন করা সহজ হতো বলে মন্তব্য করেন তিনি।