গেল সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১০৯টির দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ হাজার ৮০০ টাকা। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৩ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৮৫ লাখ টাকা।

দর বৃদ্ধি তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড । সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩২.৫৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ১৭ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: গ্লোবাল ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।