বিদায়ী সপ্তাহে ডিএসইতে কমল লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে শেষ হয়েছে লেনদেন । বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ৭.০২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৭৭ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৯৫৩ টাকার বা ৭.০২ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান দশমিক ২৮ শতাংশ বা ১৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৭৫ পয়েন্ট বা ২৭ শতাংশ কমেছে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৭৪টির। আর ২০৫টির দাম ছিল অপরিবর্তিত।