গেল সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬৪ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৩০ পয়সা বা ১৫.৯৭ শতাংশ কমেছে। এতে করে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মেট্রো স্পিনিং ১৩.৩৭ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যার ১২.৮৩ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ১১.৯৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ১১ শতাংশ, ইনটেচ ১০.৭৩ শতাংশ, প্রগতি লাইফ ৯.৮৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৯.৮৫ শতাংশ, ডমিনেজ স্টিল ৯.৫০ শতাংশ এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ দর কমেছে।