গেল সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

ঘণ্টায় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৫টির দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে শুরুতে আলহাজ্ব টেক্সটাইলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭৩ টাকা ৭০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯৪ টাকা ৩০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর বেড়েছে ২০ টাকা ৬০ পয়সা বা ৬০ শতাংশ। যার ফলে শুরুতে আলহাজ্ব টেক্সটাইলের ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৯.১২ শতাংশ, শ্যামপুর সুগার ৮.৯৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৭.০৪ শতাংশ, ওয়াইম্যাক্স ৬.৬৩ শতাংশ, ইউনিলিভার ৪.৬৩ শতাংশ, আরডি ফুড ৩.৩৮ শতাংশ, ন্যাশনাল ফিড ২.১৭ শতাংশ এবং ফাইন ফুড ১.২৩ শতাংশ দর বেড়েছে।