রেল বন্ধের ষড়যন্ত্র হয়েছিলো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: রেল বন্ধের ষড়যন্ত্র হয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রেল লাভজনক নয়, এমন কথা বলে রেল বন্ধ করে দেয়ার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত সরকার। লোকবলও ছাঁটাই করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৬৯ দশমিক ২০ কিলোমিটারের তিন রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জয়দেবপুর, রূপপুর ও শশীদল রুটে নতুন এ রেলপথ বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ নতুন এ পথে যাত্রী পরিবহনে সময় কমে আসবে বলে উল্লেখ করেন তিনি।

জানিয়েছেন, লাইনগুলো ডুয়েলগেজ হওয়ায় একই লাইনে মিটার ও ব্রডগেজ ট্রেন পরিচালনা করা যাবে। নতুন তিন রেলপথের মধ্যে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ’ প্রকল্পটি বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক ও অর্থনৈতিক খাতে বিশেষ ভূমিকা রাখবে। বিদ্যুৎকেন্দ্রর ভারী মালামাল এবং স্থানীয়ভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণের যন্ত্রাংশ আনা-নেয়ায় এ পথ হবে নিয়ামক।