গেল সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

দর পতনের শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৩৩টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫২৭ টাকা ৪০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৪২২ টাকা ৪০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ১০৫ টাকা বা ১৯.৯১ শতাংশ। যার ফলে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: দেশ গার্মেন্টস ১২.৫৬ শতাংশ,মনোস্পুল পেপার ১২.৩৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয় ৯.৭০ শতাংশ, কোহিনূল কেমিক্যাল ৬.৯০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল ৫.৬৭ শতাংশ, বিডি থাই ফড ৫.২১ শতাংশ, মুন্নু সিরামিক ৫.১৩ শতাংশ, জেমিনি সী ফুড ৫.০৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস ৪.৮৮ শতাংশ দর কমেছে।