পূর্ণ হয়নি দর বূদ্ধির তালিকা

সূচকের বড় উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকও লেনদেনের পতনে শেষ হয়েছে শেয়ারবাজার। এতে দর বূদ্ধির তালিকা পূর্ণ হয়নি। দর বূদ্ধি তালিকায় ১০টি কোম্পানি থাকার কথা থাকলে আজ এ তালিকায় রয়েছে মাত্র ৫টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ দর বূদ্ধির শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২০ পয়সা বা ১.০৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড।এদিন কোম্পানিটির শেয়ার ১০ পয়সা বা দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

দর বূদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স দশমিক ৩২ শতাংশ ও ইসলামী ব্যাংকের দশমিক ৩০ শতাংশ দর বেড়েছে।