সূচকের উত্থানে লেনদেনও ইতিবাচক

নতুন দুই কোম্পা‌নি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে টাকার অংকেও বেড়েছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ১৫৪ কোটি ৫ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ৪১৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬৫টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।