ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিওর আবেদন শেষ হচ্ছে আজ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

নিউজ ডেস্ক: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর)। এর আগে গেল ২০নভেম্বর, রোববার কোম্পানিটি আইপিও আবেদন শুরু করেছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা ৪৮ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা।