গেল সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

মার্জিন ঋণ

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে ওরিয়ন ফার্মা। গেল সপ্তাহে কোম্পানিটির ৪২৩ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৩ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৭৭ শতাংশ।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৭৯ লাখ ৭ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী পেপার ১৬৩ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকার, ইন্দোবাংলা ফামা ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকার, জেএমআই হসপিটাল ১১২ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশন ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১০৮ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার, সী-পার্ল হোটেল ১০৫ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার টাকার, পেপার প্রসেসিংয় ৯৬ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।