ট্রেজারি বন্ড ইতিহাসের সাক্ষী সিটি ব্রোকারেজ

নিউজ ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম লেনদেন শুরু হয়েছে সরকারি সিকিউরিটিজের। মঙ্গলবার (১১ অক্টোবর) ডিএসইতে প্রথম লেনদেনটি সম্পন্ন হয়েছে সিটি ব্রোকারেজের মাধ্যমে। তাই ঐতিহাসিক একটি ঘটনার স্বাক্ষী হয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, আজ লেনদেন শুরু হওয়া বন্ডের নাম হলো টিবি১৫ ওয়াই০৭৩৬ । আলোচিত বন্ডের ক্রেতা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। আর আলোচিত বিক্রেতা হচ্ছে সিটি ব্যাংক লিমিটেড। প্রতিটি বন্ডের লেনদেন হয়েছে ৭৯ টাকা ৯২ পয়সা।

শেয়ারবাজারে পণ্য বৈচিত্র্য বাড়াতে স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসইসিকে আলাদাভাবে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিএসইসির পক্ষ থেকে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। যদিও লেনদেন শুরুর কথা ছিল ৪ সেপ্টেম্বর। তবে আজ প্রথম লেনদেনটি সম্পন্ন হয়েছে।