আর্থিক প্রতিবেদন প্রকাশ করল ইন্টারন্যাশনাল লিজিং

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানু-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১১ পয়সা। গেল বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩৩ পয়সা।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। গেল বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৫৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩১ পয়সা। গেল বছর ছিল ৪৪ পয়সা। (৩০ জুন ২০২২) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) মাইনাস ১৫৭ টাকা ৪০ পয়সা। গেল বছর সম্পদ মূল্য ছিলমাইনাস ১৫৪ টাকা ১৯ পয়সা।