শোকজের কবলে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজের কবলে পড়েছে কোম্পানিটি।

কোম্পানিটির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই ডিএসইকে এমনটি জানিয়েছে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গেল ৭ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর উত্তরে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসইতে গেল ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৬ টাকা ৯০ পয়সা। চলতি মাসের ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১১৭ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।