উৎপাদন ক্ষমতা বাড়াবে ফু-ওয়াং সিরামিক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক লিমিটেড উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটি প্রতিদিন ১৫ হাজার এসকিউএম উৎপাদন বাড়াবে। কোম্পানিটি গ্রীণফিল্ড প্রকল্পে জমি এবং বিএমআরই সহ বিদ্যমান টাইলস প্লান্টে (লাইন-১, লাইন-২ এবং লাইন-৩) উৎপাদন বাড়াবে।

এই প্রকল্পে কোম্পানিটি ৬ হাজার ৫০০ মিলিয়ন বিনিয়োগ করবে। এই বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত তারিখ, সময় ও রেকর্ড ডেট পরে জানিয়ে দিবে কোম্পানিটি।