উড়ছে শেয়ারবাজার, দুই ঘন্টায় লেনদেন ৯৫৮ কোটি

share bazar4

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের ব্যাপক উত্থানে উড়ছে শেয়ারবাজার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ প্রথম দুই ঘন্টায় ডিএসইতে ৯৫৮ কোটি ৩৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫১৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১১ এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৯ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮ টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ১২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।