গেল সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে

মার্জিন ঋণ

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৪ লাখ ৩৮ হাজারটি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৪৭৭ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৩ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৫৯১টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৩৪৫ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা।এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৭৩১টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৮৩ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: লাফার্জ হোলসিমের ১৭৯ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৬৮ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ১৫৩ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫১ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকা, ফরচুন সুজ ১২৯ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার, মালেক স্পিনিংয় ১১৬ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয় ১১৫ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।